স্বরজমিনে তদন্ত করে জানা যায় যে, ঘুঘুরাকান্দি গ্রামের মোছা: আঞ্জুয়ারা বেগম পিতা আমির হোসেন নামে এক বিচার প্রার্থী বাদীনি তাহার স্বামীর বিরুদ্ধে মামলা করার জন্য এডভোকেট আসাদুজ্জামান আসাদ এর নিকট আসলে এডভোকেট আসাদুজ্জামান আসাদ বাদীনি আঞ্জুয়ারা কে বিবাহের প্রলোভন দিয়া ধর্ষন করে।
এই বিষয়ে অভিযোগকারী আঞ্জুয়ারা বলেন, আমি আসাদ উকিলের কাছে আমার স্বামীর নামে মামলা করিলে আসাদ উকিল আমাকে কূপ্রস্তাব দেয় আমি রাজি না হইলে আমার মামল ঝুলাইয়া রাখবে বলিয়া আমাকে হুমকি দেয়।
একপর্যায়ে আমার সহিত আসাদ উকিল প্রেমের সম্পর্ক গড়িয়া তুলে। আমাকে দিয়া আমার পূর্বের স্বামীকে তালাক করায়। আমাকে বিবাহের প্রলোভন দিয়া আসাদ উকিল আমাকে ধর্ষন করে। এখন আসাদ উকিল আমাকে বিবাহ করে না। আমি আসাদ উকিলের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান সাহেব এর নিকট অভিযোগ করিলে উপজেলা চেয়ারম্যান আসাদ উকিলকে ফয়সালা হওয়ার জন্য তলব দিলে আসাদ উকিল কোন সাড়া না দিলে আমি থানায় মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে এডভোকেট আসাদ সাহেব এর মতামত নেওয়ার জন্য তাকে মোবাইলে কল করলে সে মোবাইল রিসিভ করে নি।
Leave a Reply