রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দর। বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ-এর ঢাকা নদী বন্দরের পরিচালক গুলজার আলী।তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত কামরাঙ্গীরচরের কামারপাড়া এলাকা থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিকেল চারটা পর্যন্ত এই অভিযান চলবে।
এভাবে এক এক করে নদীর তীর দখল মুক্ত করা হবে। নদীর তীরে সীমানার খুঁটি দিয়ে নাগরিকদের হাঁটাচলার পথসহ গাছ লাগানো হবে।
Leave a Reply