দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনকে সামনে রেখে পুরো ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীরা। সেই সাথে পাল্লাদিয়ে পিছিয়ে নেই পুরুষ-নারী কাউন্সিলর প্রার্থীরাও।
বিভিন্ন প্রশ্রুতি দিয়ে দিনরাত সমান তালে ভোটারদের দ¦ারে দ্বারে ভোট প্রার্থনা করছে প্রার্থীরা। ইতিমধ্যে শহর, পাড়া মহল্লা ও এলাকার অলি-গলি, রাস্তার মোড়ে মোড়ে, চায়ের দোকান, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ, হাট বাজারে প্রার্থীদের ব্যনার, পোষ্টার, মাইকিং, মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চোখে পড়ার মতো।
১৫১ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় (নৌকা) প্রতিকে মেয়র পদে বর্তমান মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বিএনপি দলীয় (ধাণের শীষ) প্রতিকে সাইদুর রহমান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সিরাজগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান টি.আর এম নূর-ই-আলম হেলাল (মোবাইল ফোন) প্রতিকে নির্বাচনে অংশ গ্রহন করছে।
একই সাথে সিরাজগঞ্জ ১৫টি ওয়াডে কাউন্সিলর পদে (পুরুষ) ১০৫জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে অংশ গ্রহন করেছে ২৯জন প্রার্থী। ১৬ জানুয়ারী সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ১লাখ ১৩ হাজার ৯২৬জন ভোট প্রদান করবেন।
এবিষয়ে বিএনপি দলীয় (ধাণের শীষ) প্রতিক সাইদুর রহমান বাচ্চু বলেন, সরাসরি নির্বাচনী প্রচারে বাধা না দিলেও ভোটারদের হুমকী দিচ্ছে, পোষ্টার ছিড়ে ফেলেছে। সুষ্ঠ নির্বাচন হলে ধাণের শীষ জয় লাভ করবে।
এবিষয়ে আওয়ামীলীগ দলীয় (নৌকা) প্রতিক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, ইনশাআল্লাহ নৌকার জয় হবে। আমার কোন নেতাকর্মীরা কোন পোষ্টার ছিড়া ও কাউকে হুমকী দেওয়ার প্রশ্নই আসেনা। নির্বাচনে সবার অধিকার আছে। বিএনপি প্রার্থী সকল প্রচারণা চালাচ্ছে। আমরা কোন বাধা দেয়নি।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: আবুল হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের সব প্রস্তুতি চলছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকে কঠিন নজর দেয়া হবে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর (সার্কেল) সিন্ধা আকতার বলেন, ভোটাররা আতংকিত না হবে ভোট কেন্দ্রে শান্তি প্রিয় ভাবে ভোট দিতে পারে সেই বিষয়ে পুলিশ পোশাকে ও সাদা পোশাকেও মাঠে থাকবে। পৌরসভা নির্বাচনকে ঘিরে কঠিন নিরাপত্তা জোরদার হবে
Leave a Reply