ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে সাবেক মেয়র সাঈদ খোকনের ‘মিথ্যা ও কটূক্তিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে শনিবার (১৬ জানুয়ারি) প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে ধানমন্ডি থানা আওয়ামী লীগ।
এদিন দুপুর আড়াইটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ কর্মসূচি করবে তারা। প্রতিবাদ সভায় ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ থানা আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
এছাড়া ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলাম রাব্বানী হিরো। তারা ডিএসসিসি মেয়র শেখ তাপসের অনুসারী।
Leave a Reply